স্মার্টফোনের বিরক্তিকর অ্যাডস বন্ধ করুন – Ads Block on Android Phone
আসসালামু আলাইকুম, আপনার কষ্টের টাকায় কিনা স্মার্টফোন যখন বিভিন্ন ধরনের থার্ড পার্টি এডভারেসমেন্ট (অ্যাডস) এসে বিরক্ত করতে থাকে, তখন কেমনটা লাগে বলেন?
আমার টাকা দিয়ে আমি মোবাইল কিনলাম, কিন্তু সেখানে বিভিন্ন ধরনের থার্ড পার্টি এডস (ads) দিয়ে বিরক্ত করে। এটা খুবই বিরক্তিকর, কারণ আমি নিজেও বিরক্তিকর অ্যাডস (ads) ফেস করি। তো এই অ্যাডস (ads) কিভাবে বন্ধ করা যায় বা কমিয়ে আনা যায়, সেই বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করব।
মোবাইলের সেটিং থেকে যেভাবে অ্যাডস ব্লক করবেন।
এর জন্য প্রথমে আমাদের মোবাইলের সেটিংস যাবো এবং নিচে গিয়ে Google লেখায় ক্লিক করবো। এখন আপনার জিমেইল একাউন্টটি দেখতে পারবেন। এর নিচে দেখবেন Manage Your Google Account সেখানে ক্লিক করুন। এখন আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে এরপর আমরা দেখতে পারবো Data and Privacy লেখা আছে তা সিলেক্ট করবো।
এখন আমাদেরকে এখন নিচের দিকে যেতে হবে। আমরা দেখবো Personalized Ads. Personalized Ads এখানে ক্লিক করে আমরা সেটিংসটি অন করে দিব। তাহলে দেখতে পারবো যে আমাদের মোবাইল থেকে অনেকটাই অ্যাডস (ads) কমে গেছে। তবে আমি এখানে বলতেছি না যে 100% আপনাদের মোবাইল থেকে অ্যাড (ads) গুলো বন্ধ হয়ে যাবে। তারপরও যদি আপনাদের মোবাইলে বিরক্তিকর অ্যাডস (ads) দেখায় তাহলে Ads Blocker অ্যাপ ব্যবহার করতে হবে।
এখন আমাদেরকে আর একটি সেটিং করতে হবে। এজন্য আমরা প্রথমে আমাদের Google Chrome ব্রাউজারে প্রবেশ করব এবং … ডল ক্লিক করে সেটিংস ক্লিক করবো। এখন আমরা একটু নিচে দিকে দেখতে পারবো Site Setting এখানে ক্লিক করে Cookies ক্লিক করবো। এখন আমরা Block Third-party Cookies সিলেক্ট করবো। এতে করে Third-party Cookies বন্ধ হয়ে যাবে এবং Ads অনেকটাই কমে যাবে
Block Ada দিয়ে মোবাইলের বিরক্তিকর Ads Block করুন।
আমাদের মোবাইল থেকে বিরক্তি কর Ads Block করার জন্য BlockAda অ্যাপ টি ডাউনলোড করে আমরা ইন্সটল করবো।
এরপর BlockAda প্রবেশ করব এবং সকল পারমিশন দিয়ে দিব। এখন আমরা পাওয়া বাটনে ক্লিক করে Active করে দিবো। তাহলে দেখতে পারবো যে আমাদের ফোন থেকে সকল Ads Block হয়ে যাবে।