Photo Editor

Vogueshot Ai High Quality Photo Editing Apps – Ai দিয়ে ফটো এডিটিং

বর্তমানে ফটো এডিটিং এর চাহিদা বাড়তেছে, আর এই চাহিদা মেটানোর জন্য বাজারে বা অনলাইনে নিত্যনতুন এডিটিং অ্যাপ আসতেছে। Lightroom এবং Photo Lab এর মতো High Quality Photo এডিটিং করতে পারবেন তাও আবার Ai দিয়ে এমন একটি অ্যাপ শেয়ার করবো।

Ai দিয়ে High Quality Photo এডিটিং করার অ্যাপ এর নাম হচ্ছে Vogueshot. এই অ্যাপ দিয়ে আপনি আপনার ছবি Ai দিয়ে যেভাবে কমান্ড করবেন ঠিক ওইভাবে হাই কোয়ালিটি ছবি এডিটিং করতে পারবেন। এই অ্যাপের মুল চমক হলো এর Ai Tools বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, যা ছবির বিভিন্ন খুঁটিনাটি নিজে থেকেই এডিটিং করতে সক্ষম। এছাড়া Vogueshot ব্যবহারকারীদের জন্য সহজ ও প্রফেশনাল এডিটিংয়ের সুযোগ দেয়, যা তুলনামূলকভাবে অনেক এডভান্স ফিচার নিয়ে আসে।

Vogueshot কিভাবে ব্যবহার করবেন?

প্রথমে Install ক্লিক করে Vogueshot অ্যাপটি Play Store থেকে ইনস্টল করুন।

Vogueshot

এরপর Vogueshot অ্যাপটি ওপেন করে Continue ক্লিক করতে হবে। সবশেষে + এখানে ক্লিক করলে অনেক গুলো অপশন দেখতে পারবেন। সবগুলো অপশন দিয়ে কাজ করতে পারবেন আমরা দেখাবো Background Generetion. এরপর ফোনের সকল পারমিশন দিতে হবে। এরপর আপনার পছন্দের ছবিটি সিলেক্ট করতে হবে।

See also  নতুন LMC8.4 ক্যামেরা অ্যাপ ডাউনলোড - সকল মোবাইলে সাপোর্ট করবে | LMC8.4 APK

Vogueshot

কিছুক্ষণের মধ্যে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ হবে যাবে। ছবিটি বড়-ছোট করে নিবেন। এরপর মার্ক করা এখন এ ক্লিক করবেন।

Vogueshot

এরপর Custom ক্লিক করে, আপনার মনের মত করে, আপনি আপনার ছবিকে কিভাবে সাজাতে বা ব্যাকগ্রাউন্ড দিতে চান তা সুন্দর করে ইংরেজিতে লিখে দিন। এরপর Generate ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড Generate হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Adblock Detected

Hello there! It looks like you’re using an ad blocker. At TechBahar, we rely on ads to keep our content free and bring you the latest in tech news, reviews, and updates. Please consider supporting us by: Disabling your ad blocker on our site. Adding techbahar.com to your whitelist. We promise to keep ads non-intrusive and relevant! Thank you for your support. 🙌