পুরাতন ফোনকে CCTV Camera বানিয়ে নিন। Make Your Android Phone Like A CCTV Camera.
আপনার হাতে থাকা পুরাতন স্মার্টফোনকে সহজে বানিয়ে ফেলতে পারবেন CCTV Camera. আমাদের অনেকেরই কাছে পুরাতন ফোন পড়ে থাকে। আমরা কেউ কেউ পুরাতন ফোন ব্যবহার করি আবার কেউ এই ফোন কোন কাজে না লাগার কারণে বিক্রি করে অথবা অন্য কাউকে দিয়ে দি।
জরুরী প্রয়োজনে আপনার হাতে বা বাসায় থাকা পুরাতন ফোনকে খুব সহজে বানিয়ে ফেলুন CCTV Camera এবং যেকোনো জায়গা থেকে লাইভ মনিটরিং করে দেখতে পারবেন আপনার বাসায় অথবা অফিসে কি হচ্ছে। শুধু তাই নয় মোবাইলের মাইক্রোফোন সামনের ক্যামেরা এবং পিছনের ক্যামেরা সাউন্ড সবকিছুর অ্যাকসেস নিতে পারবেন।
কিভাবে ফোনকে CCTV Camera বানাবো?
আপনার ফোনকে CCTV Camera বানানোর জন্য প্রথম শর্ত হলো ফোনে ইন্টারনেট থাকতে হবে। যদি ইন্টারনেট অথবা ওয়াইফাই কানেকশন না থাকে তাহলে কিন্তু আপনি আপনার ফোন কে সিসিটিভি ক্যামেরা এই রূপান্তর করতে পারবেন না।
যদি আপনার ফোনে ইন্টারনেট এবং WiFi দুইটাই থাকে তাহলে আপনি খুব সহজে এই কাজটা করতে পারবেন এর জন্য প্লে স্টোর থেকে Home security camera-SssCITV এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিবেন। এবং যতগুলো পারমিশন লাগবে সকল পারমিশন দিয়ে দিবেন।
উপরের ভিডিওটি সম্পূর্ণ দেখলে A 2 Z ক্লিয়ার হয়ে যাবেন। যে মোবাইল থেকে আপনি মনিটরিং করবেন ঐ মোবাইলে কিন্তু সেম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে এবং সেম জিমেইল দিয়ে লগইন করতে হবে।