ই-পাসপোর্ট করতে কি কি কাগজ পত্র লাগে – E Passport Needed Ducumets
ই-পাসপোর্ট করতে কি কি ডকুমেন্টস কাগজ পত্র লাগে? কিভাবে পুলিশ দুই থেকে তিন দিনের ভিতরে পুলিশ ভেরিফিকেশন করতে হয়? সকল তথ্য আজকের আর্টিকেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব।
ই-পাসপোর্ট করতে কি কি কাগজ পত্র লাগবে?
- ই পাসপোর্ট করার ক্ষেত্রে প্রথমত আপনার এনআইডি কার্ড লাগবে। (যদি এন আইডি কার্ড না থাকে তাহলে বার্থ সার্টিফিকেট ইংরেজি অনলাইন হতে হবে)
- পিতা মাতার Nid/Smart Card লাগবে (অবশ্যই ফাইল জমা দেওয়ার সময় অরজিনালটা কার্ড সাথে করে নিয়ে যাবেন)
- চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে
- বিদ্যুৎ বিলের কাগজ লাগবে (এটা অনেক সময় লাগে, আবার অনেক সময় লাগে না তবে দিয়ে দিলে ভালো)
- যদি আপনি প্রফেশন হিসেবে স্টুডেন্ট দেন তাহলে আপনাকে অবশ্যই স্কুল সার্টিফিকেট অথবা কলেজ সার্টিফিকেট দিতে হবে। যদি আপনি প্রফেশনে Unemployment দেন তাহলে কোন কিছু দিতে হবে না।
এই কাগজপত্রগুলো যদি আপনার কাছে থাকে তাহলে আপনি অনলাইনে নিজে নিজেই আপনার পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারবেন। কিভাবে নিজে নিজে পাসপোর্ট এর জন্য অনলাইনে আবেদন করতে হয় তা নিচের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন।
অনলাইনে আবেদন করার পর একটি আবেদন কবি পাবেন এটি ২/৩ পেজের, এর সাথে একটি সামারি কপি পাবেন এবং সর্বশেষ আপনি যদি অনলাইন পেমেন্ট সিলেক্ট করেন, এবং পেমেন্ট করেন সে ক্ষেত্রে আপনাকে ই চালান রশিদ টি ডাউনলোড করে নিতে হবে। যদি আপনি অফলাইন সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনাকে ব্যাংকে গিয়ে পাসপোর্ট এর টাকা জমা দিতে হবে এবং চালান কপিটি নিতে হবে।
- আমাদের সর্বমোট কাগজপত্র লাগবে
- আবেদন কপি
- সামারি কপি
- পেমেন্ট স্লিপ
- আপনার এন আইডি কার্ড/ইংরেজি জন্ম নিবন্ধন অনলাইন কপি
- বাবার আইডি কার্ড
- মায়ের আইডি কার্ড
- চেয়ারম্যান সার্টিফিকেট
- বিদ্যুৎ বিলের ফটোকপি।
এখানে একটা বিষয় মনে রাখবেন যদি আপনারা বাবা-মা মৃত হয় তাহলে আপনাকে অবশ্যই ডেট সার্টিফিকেট অনলাইন কপি দিতে হবে।
সর্বশেষ মন্তব্য: আমি এখন যেভাবে পাসপোর্ট এর আবেদন সিরিয়াল করে আপনাদেরকে দিয়েছি এভাবে করে আপনারা আপনাদের ফাইলটি রেডি করবেন। এরপর আপনি নিকটস্থ পাসপোর্ট অফিসে গিয়ে ফাইলটি জমা দিবেন এবং দিয়ে আসবেন।
২-৩ দিনে পাসপোর্ট এর পুলিশ ভেরিফিকেশন কিভাবে করবো?
যখন পুলিশের হাতে আপনার পাসপোর্ট এর ফাইলটি পৌছাবে তাখন আপনি অনলাইনে চেক করলে দেখতে পারবেন যে Pending Sb Police Clearance তখন মনে করবেন যে আপনার পাসপোর্টটি পুলিশ ভেরিফিকেশনের অপেক্ষায় আছে। এরপর দুই থেকে তিন দিনের ভিতরে যদি আপনাকে পুলিশ কল না দিয়ে থাকে তাহলে এখানে ক্লিক করে পুলিশ ভেরিফিকেশন করার সিস্টেম জেনে নিন।
পুলিশ আপনাকে কল করলে তিনি আপনাকে জানিয়ে দিবে কি কি কাগজ পত্র পুলিশকে জমা দিতে হবে। তবে আমরা আপনাদেরকে এখনই জানিয়ে দিতেছি আপনারা এই তথ্যগুলো রেডি রাখবেন যখন পুলিশে কল দিবে তখন এই তথ্যগুলো জমা দিবেন।
- পাসপোর্ট এর ডেলিভারি স্লিপ এর ফটোকপি।
- আপনার এনআইডি কার্ড।
- আপনার বাবা-মায়ের এনআইডি কার্ড।
- প্রফেশন যদি স্টুডেন্ট দিয়ে থাকেন তাহলে সার্টিফিকেট দিতে হবে ফটোকপি।
- এড্রেস ভেরিফিকেশন এর জন্য বিদ্যুৎ বিলের ফটোকপি।