এসএসসি পরীক্ষার ফলাফল ২০২৩ – SSC Result 2023 Marksheet
ইতিমধ্যে সকল বোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। SSC Exams শুরু হয়েছিলো ৩০ এপ্রিল ২০২৩। এইবারে ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থী সংখ্যা ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন শিক্ষার্থী।
এসএসসি পরীক্ষার ফলাফল মার্কশিট সহ
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে অনেক বোর্ড কোন বিষয় কত নাম্বার পেয়েছেন তা দিয়ে থাকে, তবে কুমিল্লা বোর্ডসহ আরো কিছু কিছু আরো বোর্ড এর মার্কশীট ১দিন পরে দিয়ে থাকে প্রতেক বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে।
এসএসসি রেজাল্ট প্রকাশের তারিখ
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৩ এর রেজাল্ট প্রকাশের তারিখ ২৮ জুলায় ফলাফল প্রকাশ করা হবে। গত ৩০ এপ্রিল ২০২৩ থেকে শুরু হয়েছিল এইবারের এসএসসি পরীক্ষা। এসএসসি রেজাল্ট ২৮ তারিখ রোজ শুক্রবারে প্রকাশ করা হবে।
এসএসসি রেজাল্ট ২০২৩ মার্কশিটসহ
নিচের নিয়মটি দেখে যেকোনো বোর্ড এর রেজাল্ট শিক্ষার্থী তার মার্কশিট বের করতে পারবে।
১/ প্রথমে এখানে ক্লিক করতে হবে।
২/ এরপর পরীক্ষার নাম সিলেক্ট করতে হবে।
৩/ কোন সালের রেজাল্ট দেখতে চান 2023 সাল সিলেক্ট করুন।
৪/ বোর্ড সিলেক্ট করতে হবে, তুমি বোর্ডে পরীক্ষার্থী।
৫/ রেজাল্ট টাইপে “Individual Result” সিলেক্ট করুন।
৬/ ক্যাপচা পূরণ করুন।
এরপর Submit করলে তোমার রেজাল্ট তোমার সামনে চলে আসবে।
এসএমএস দিয়ে এসএসসি রেজাল্ট বের করার নিয়ম
যদি কোন কারনে আপনার মোবাইলে ইন্টারনেট সংযোগ বা আপনার বা রেজাল্ট দেখতে না পারেন তাহলে সহজে এসএমএস পাঠিয়ে রেজাল্ট দেখতে পারবেন। আপনার এসএসসি রেজাল্ট এসএমএস দিয়ে দেখতে চাইলে মেসেজ অ্যাপে প্রবেশ করুন এবং টাইপ করুন।
SSC <space> বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর <space> রোল নম্বর <space> 2023 এবং এরপর মেসেজ পাঠিয়ে দিন 16222 নম্বরে। তাহলে আপনি আপনার রেজাল্ট পেয়ে যাবেন।
উদাহরণঃ- SSC CUM 199952 2023
যদি তুমি মাদ্রাসার ছাত্র/ছাত্রী হয়ে থাকো তাহলে তোমাকে প্রথমে Dakhil <space> MAD <space> রোল নম্বর <space> 2023 লিখে এই 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে।
উদাহরণঃ- Dakhil MAD 199952 2023
কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন তা বের করার নিয়ম।
তোমরা যারা পরিক্ষা দিয়েছো সকলে চাও তোমাদের এসএসসি রেজাল্ট দেখতে কোন বিষয়ে কত মার্কস পেয়েছ। ব্যবহারিকে কত নাম্বার দেওয়া হয়েছে সকল কিছু দেখতে চাও তাদের নিচের ধাপ গুলো দেখো। তোমারা যে বোর্ডে পরীক্ষা দিছো ঐ বোর্ড নামে ক্লিক করো।
১/ কুমিল্লা বোর্ডের এসএসসি রেজাল্ট নম্বরসহ বের করুন।
২/ দিনাজপুর বোর্ডের এসএসসি ফলাফল নম্বরসহ বের করুন।
৩/ ঢাকা বোর্ডের এসএসসি ফলাফল নম্বরসহ বের করুন।
৪/ বরিশাল বোর্ডের এসএসসি রেজাল্ট নম্বরসহ বের করুন।
৫/ সিলেট বোর্ডের এসএসসি ফলাফল নম্বরসহ বের করুন।
৬/ যশোর বোর্ডের এসএসসি রেজাল্ট নম্বরসহ বের করুন।
৭/ চট্টগ্রাম বোর্ডের এসএসসি ফলাফল নম্বরসহ বের করুন।
সকল বোর্ডের এসএসসি রেজাল্ট ২০২৩ ফলাফল লিংক