ফোন কত ওয়াটে চার্জ হচ্ছে চেক করুন – How To Check Mobile Charger Watts
আপনার ফোন কত ওয়াটে চার্জ হচ্ছে, ফুল চার্জ হতে কত সময় লাগবে, রিয়েল টাইম চার্জিং মিটার, ফার্স্ট চার্জ হচ্ছে কিনা ইত্যাদি মনিটরিং করে দেখতে পারবেন।
অ্যাপটির নাম হচ্ছে AmpereFlow: Battery Speed। এই অ্যাপটি দিয়ে আপনার মোবাইলে কত ওয়াটে চার্জ হচ্ছে রিয়েল টাইম দেখতে পারবেন। এ ছাড়াও আপনার মোবাইলের ফুল চার্জ হতে সময় লাগবে, আপনার মোবাইলে ভোল্টেজ কতটুকু নিচ্ছে, ব্যাটারি স্ট্যাটাস কেমন সব কিছু নিজে দেখতে পারবেন AmpereFlow দিয়ে। নিচে Install এই ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে নিন।
অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করা হয়ে গেলে ওপেন করবেন। এরপর অ্যাপ্লিকেশনের ভিতরে পারমিশন দিয়ে দিবেন। এখন Details, Look Feel, Setting গুলো মনের মতো করে করে নিতে পারবেন। আপনি একদম নিচ থেকে Start বাটনে ক্লিক করলে অ্যাপটি চালু হয়ে যাবে এবং যখনই আপনার ফোনটি চার্জে লাগাবেন তখন সকল ডিটেলস দেখতে পারবেন।