ভোটার আইডি কার্ড ডাউনলোড করুন | NID Card Download
অনলাইনে ভোটার আইডি কার্ড (NID) ডাউনলোড করার সহজ উপায়। নতুন ভোটার নিবন্ধন করেছেন? তাহলে স্লিপ নম্বর বা NID নম্বর দিয়ে আপনার NID Card Download করতে পারবেন।
এখন থেকে আপনি নিজেই আপনার NID Card মোবাইল দিয়ে ডাউনলোড করতে পারবেন। বার্তমান সময়ে সরকার ছোট-বড় সকলের (২০০৮) ভোটার আইডি তৈরী করতেছে। তাই আমরা যারা ভোটার আইডি (NID Card) ডাউনলোড করতে চাই তারা আজকের পোস্ট মনোযোগ দিয়ে পড়ুন।
জাতীয় পরিচয় পত্র / National ID Card
জাতীয় পরিচয় পত্র বা National ID card হচ্ছে একজন ব্যাক্তির নিদিষ্ট পরিচয় নাম্বার যা দিয়ে ঐ ব্যাক্তিকে সনাক্ত করা যায়। প্রত্যেক দেশের মানুষের জাতীয় পরিচয় পত্র থাকে যা থেকে বুঝা যায় সে ব্যাক্তি কোন দেশের নাগরিক।
প্রত্যেক ব্যাক্তির বর্তমান সময়ে NID Card থাকা আবশ্যক, কারণ যে কোন কাজের জন্য জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ড প্রয়োজন।
ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে কি কি লাগে।
- প্রথমে ভোটারের স্লিপ নাম্বার
- জন্ম তারিখ, মাস, বছর (জন্ম নিবন্ধন কার্ড যে বয়স থাকবে)
ভোটার আইডি কার্ড বা NID ডাউনলোড করার করতে ধাপ গুলো অনুসরণ করুন।
- প্রথমে ভিজিট করুন – services.nidw.gov.bd
- ফর্ম নাম্বার বা জাতীয় পরিচয় পত্র নাম্বার দিন
- আপনার জন্মতারিখ দিন।
- ক্যাপচা পূরণ করে সাবমিট করুন।
- বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সিলেক্ট করুন
- বার্তা পাঠানে ক্লিক করুন (এসএমএস যাবে মোবাইল নাম্বারে)
- সিমে OTP গেলে তা দিয়ে সাবমিট করুন।
- Tap To QR Code ক্লিক করে, কোড কপি করুন।
- প্লে স্টোর থেকে NID Wallet App ডাউনলোড করুন।
- Code ক্লিক করে ফেস স্কেন করুন।
- আবার ব্রাউজার এ গিয়ে ডাউনলোড ক্লিক করুন।
NID কার্ড ডাউনলোড করার সহজ পদ্ধতি বিস্তারিত আলোচনা।
প্রথমে সরকারি ওয়েবসাইট:- services.nidw.gov.bd/nid-pub/claim-account প্রবেশ করুন। এরপর আপনার ফর্ম নাম্বার দিন। মনে রাখবেন ফর্ম নাম্বার দেয়ার আগে শুরুতে “NIDFN” এটা লিখবেন।
উদাহরণ:- NIDFN159636979
এরপর আপনার জন্মতারিখ, মাস, বছর দিন, নিচে একটা ক্যাপচা দেখতে পারবেন তা পূরণ করুন।
এখন আপনার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা দিবেন। আপনার জন্ম নিবন্ধনে যে ঠিকানা উল্লেখ আছে তা দিয়ে সাবমিট করুন। এখন NID Card করার সময়ে যে মেবাইল নাম্বার দিয়েছেন ঐ নাম্বার থাকলে “বার্তা পাঠান” ক্লিক করুন। যদি মোবাইল নাম্বার না থাকে তাহলে মোবাইল পরিবর্তন করুন ক্লিক করে নাম্বার পরিবর্তন করুন। এরপর৷ আপনার সিমে OTP যাবে তা বসায় সাবমিট করুন।
এখন Tap to Open QR ক্লিক করুন, প্লে স্টোর থেকে NID Wallet অ্যাপ ডাউনলোড করুন। এরপর আবার ব্রাউজার এ গিয়ে QR কোড কপি করুন, পুনরায় NID Wallet Apps ঢুকে Code ক্লিক করুন, এখন আপনার Face Scan করুন, সোজা, ডানে, বামে। করলে দেখবেন ওকে আসবে।
আবার ব্রাউজার এ চলে যাব এখন অপেক্ষা করতে, কিছুক্ষণের ভিতরে দেখতে পারবেন যে আপনার ছবির নাম দেখাচ্ছে। এরপর একদম নিচে গিয়ে ডাউনলোড ক্লিক করলে আপনার ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড হয়ে যাবে।
ভোটার আইডি বা NID Card ডাউনলোড হচ্ছে না?
“অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন” এবং “জাতীয় পরিচয় পত্র নাম্বার / ফর্ম নম্বর / জন্মতারিখ ভুল দিয়েছেন” আমরা যখন NID কার্ড ডাউনলোড করার চেষ্টা করি তখন বার বার এই সমস্যা হয়।
“অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন” আপনার ভোটার আইডি বস এনআইডি কার্ড ডাউনলোড করার সময় যদি দেখেন এই সমস্যা হচ্ছে তাহলে 105 এই কল দিয়ে জিজ্ঞেস করবেন কি সমস্যা।