এই সেটিংস করলে ইউটিউব চ্যানেলে ভিউস হবে ২গুণ – YouTube New Update
আসসালামু আলাইকুম, ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নিয়ে আসলো অনেকগুলো আপডেট YouTube New Update। এই আপডেটের মধ্যে একটি বিশেষ আপডেট আছে যেটার মাধ্যমে আগে থেকে আপনার ভিডিওতে অনেক বেশি ভিউজ আসতে পারে এবং অনেক বেশি ওয়াচটাইম আসতে পারে। অনেক কন্টেন্ট ক্রিয়েটর এই আপডেটির জন্য এতদিন অপেক্ষা করে আছে।
Ok ইউটিউব তাদের নতুন আপডেট এই লঞ্চ করেছে YouTube Thumbnail Test & Compare Features. আর এই ফিচারস এর কাজ হচ্ছে আমরা আগে আমাদের ভিডিওতে শুধুমাত্র একটি Thumbnail ব্যবহার করতে পারতাম। কিন্তু এখন এই আপডেটের কারণে সেম ভিডিওতে আমরা এক সাথে তিনটি Thumbnail এড করতে পারব। অর্থাৎ ইউটিউব আপনার সেম ভিডিও এর Thumbnail আলাদা আলাদা মানুষের কাছে পাঠাবে এবং আপনার ভিডিওর কোন Thumbnail মানুষ পছন্দ করতেছে এবং অপছন্দ করতেছে তাই ইউটিউব নিজেই সিলেক্ট করবে।
এতে করে আপনার ভিডিওতে আগে থেকে অনেক বেশি ভিউজ হবে এবং ওয়াচ টাইম হবে। ইউটিউবের এই নতুন আপডেট আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।