কিভাবে কাজ করে পেগাসাস (স্পাইওয়্যার) | Pegasus Spyware Explain
আমরা এতদিন জানতাম মোবাইল ফোন হ্যাক হয় শুধুমাত্র ফিশিং লিঙ্ক এর মাধ্যমে। কিন্তু কোন প্রকার লিংক ক্লিক ছাড়া, পেগাসাস স্পাইওয়্যার এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আসা আপনার মেসেজ, পারসোনাল ছবি, ভিডিও বয়েস কল সবকিছু হাতিয়ে নিতে পারে বিশেষ কোনো গোষ্ঠী বা স্বৈরাচারী সরকার।
গোপন নজরদারির জন্য যে সকল, সফটওয়্যার বা প্রোগ্রাম ব্যবহার করা হয় তাকে বলা হয় স্পাইওয়্যার। বর্তমানে যে সকল হ্যাকিং সফটওয়্যার বা প্রোগ্রামিং আছে তার মধ্যে সবথেকে অত্যাধুনিক হ্যাকিং সফটওয়্যার হলো প্যাগাসাস স্পাইওয়্যার।
পেগাসাস কিভাবে আপনার ফোন হ্যাক করে?
এ সফটওয়্যার দিয়ে IOS বা Android যেকোন ধরনের Smartphone হ্যাক করা যায়। ব্যবহারকারী জানতেও পারবে না তার ফোন হ্যাক হয়েছে। একসময় ফিশিং লিংকে ক্লিক করলে মুঠোফোন হ্যাক হতো। কিন্তু প্যাগাসাস এর কোন কিছুই লাগে না। কোন মেসেজ, কল এর মধ্যে কোন প্রকার ক্লিক ছাড়া অর্থাৎ জিরো ক্লিক পদ্ধতিতে এ প্রোগ্রাম ইনস্টল হয়ে যায়
প্যাগাসাস যদি আপনার ফোনে একবার ইন্সটল হয় তাহলে, ভয়েস কল, মেসেজ ছাড়াও, নিয়ে নিতে পারে টাইপ করা পাসওয়ার্ড, কন্ট্রাক্ট লিস্ট, ইন্টারনেটের ব্রাউজিং হিস্টোরি, এবং ফোনের মাইক্রোফোন এক্সেস। ইচ্ছেমতো চালু করে নিতে পারে ফোনের ক্যামেরা। যেকোনো সময় ভিডিও রেকর্ড অথবা ছবি তুলে নিতে পারবে। GPS, ফোনের ডাটা, ইমেল, লাইভ মনিটরিং করতে গুপ্তচর। প্যাগাসাস এর ফিচারস হচ্ছে এটি যেমন যেকোনো সময় আপনার ফোনে জায়গা করে নিতে পারে এবং স্বয়ংক্রিয়ভাবে মুছে দিতে পারে নিজের অস্তিত্ব।
প্যাগাসাস থেকে কিভাবে বাঁচা যায়?
প্যাগাসাস থেকে বাঁচার এখনো পর্যন্ত কার্যকর কোন উপায় নেই। এর আক্রমণ থেকে বাঁচা প্রায় অসম্ভব। সেই কারণে বলা যায় আপনার হাতে থাকা ফোনটি আপনার অজান্তে সকল তথ্য পাঠিয়ে স্বৈরাচারী সরকারকে।
প্যাগাসাস এর প্রধান টার্গেট হন বিপক্ষ দলের নেতাকর্মী, সাংবাদিক, আইনজীবী, শিল্পপতি ও বিভিন্ন শ্রেণির মানুষ। সম্প্রতি গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী সরকার। প্যাগাসাসের পিছনে ব্যয় করেছে কোটি কোটি টাকা।
আপনাদের কি জানতে ইচ্ছে করে এই প্যাগাসাস সফটওয়্যারটি তৈরি করেছে কে?
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দা গার্ডিয়ান এর মাধ্যমে প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে বিশ্বজুড়ে আলোচনায় আসে প্যাগাসাসের নাম। ইসরাইলের NSO গ্রুপের তৈরি এই গুপ্তচর সফটওয়্যার এর মাধ্যমে হ্যাক করা যায় যে কোন ধরনের ফোন।