Android Tips
ইমুতে নিজের মতো করে রিংটোন সেট করুন | Setup Imo RingTone
ইমু কোম্পানি তাদের যে ডিফল্ট রিংটোন দিয়ে থাকে তার শুনতে শুনতে আমরা অনেকেই বিরক্ত হয়ে যায়। যদি একটি নতুন রিংটোন দেওয়া যেত তাহলে কেমন হতো, নিশ্চয়ই সবার থেকে আলাদা।
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন। আজকের এই পোস্টে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা ইমু এর রিংটোন চেঞ্জ করে ফেলবেন। ইমুর রিংটোন পরিবর্তন করা খুবই সহজ। বন্ধুরা আমরা সকলেই জানি যে ইমুতে রিংটোন দেওয়া হয় যারা যারা ইমু ব্যবহার করে সকলেরই একই রিংটোন বেজে ওঠে। যার জন্য বন্ধুরা আমরা অনেকেই চাই যে আমাদের ইমুতে আমাদের নিজেদের মত করে রিংটোন দেওয়ার। সেটা হয়তো পছন্দের গান পছন্দের মিউজিক পছন্দের যেকোনো কিছু হতে পারে।
কিভাবে ইমু রিংটোন পরিবর্তন করবেন?
- প্রথমে আমাদেরকে ইমু এপস এর প্রবেশ করতে হবে।
- তারপর প্লাস আইকনে অথবা আপনাদের ইমু প্রোফাইল ছবিতে ক্লিক করতে হবে।
- এখন আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন।
- তারপর সেটিংস এ ক্লিক করতে হবে।
- এখন নোটিফিকেশন এ ক্লিক করতে হবে।
- তারপর অনেকগুলো অপশন এর মাঝে দেখতে পারবেন কল অপশন কল লেখায় ক্লিক করুন।
- এখন রিংটোন দেখতে পারবেন লেখা আছে রিংটোন এ ক্লিক করুন।
এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রিংটোন সেট করতে পারেন। আপনাদের যে রিংটোনটি ভালো লাগবে আপনারা ওই রিংটোন দিতে পারবেন। আপনারা যদি চান আপনাদের ফাইল ম্যানেজার থেকে দিতে তাও দিতে পারবেন। অথবা আপনারা যদি চান অনলাইন থেকে আপনারা রিংটোন সেট করবেন তাও করতে পারেন। আশা করি বন্ধুরা আপনারা সকল কিছু বিস্তারিত বুঝতে পারছেন। যদি বন্ধুরা আপনাদের কাছে আজকের পোস্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টটি শেয়ার করবেন ধন্যবাদ জানাই সকলকে হেল্প সেন্টার ২৪ এর সাথে থাকার জন্য।