Photo EditorEditing

Ai illusion Photo Editing | Viral Art Photo Editing | Ai illusion Tools

illusioniবর্তমান সময়ে আমরা সকলে ভাইরাল ছবি এডিটিং করতে পছন্দ করি, যেগুলো Trending চলে আমরা ঐগুলো করতে চাই তা আবার Ai দিয়ে।

আবার আমরা অনেকেই illusion ছবি তৈরি করতে চায়। আমরা চাই যে আমাদের ছবিগুলো Ai আমাদের মনের মতো এডিট করে দিতে। আজকে আপনাদের এমন একটি Ai শেয়ার করবো যা দিয়ে আপনি আপনার মনের মতো ছবি এডিটিং করতে পারবেন। Ai কে আপনি যেভাবে এডিট করতে বলবেন, Ai আপনাকে ঐভাবে এডিটিং করে দিবে।

সম্প্রতি, ছবিটির ভিএফএক্স সুপারভাইজার শ্রীনিবাস মোহন দুটি আশ্চর্যজনক ছবি শেয়ার করেছেন। তিনি এআই ইলুশন টুল দিয়ে খেলে এনটিআর মুখ তৈরি করেছেন। তিনি সমুদ্রের তীরে নৌকা দিয়ে এনটিআরের মুখের নকশা করেছিলেন। বর্তমানে এসব ছবি সোশ্যাল মিডিয়ায় কাঁপছে। ভক্তরা এই ছবিগুলি নিয়ে উত্তেজিত হচ্ছেন। তারা ছবিগুলিকে দুর্দান্ত হিসাবে ভাগ করে এবং বর্ণনা করছে।

Ai দিয়ে illusion ছবি যেভাবে তৈরী করবেন।

প্রথমে আপনার ছবিকে 1:1 সাইজে রুপান্তর করতে হবে, এরপর আপনার ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হবে। এই কাজটা মূলত ছবির রেজাল্ট ভালো আসার জন্য করা হয়। যদি না করেন তাহলেও কোন সমস্যা নেই। এখন প্রথমে Fusion Art AI এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর Generate Free Now এখানে ক্লিক করে, আপনার জিমেইল দিয়ে একাউন্ট সাইন আপ করতে হবে।

See also  Create A Cartoon Picture With One Click | Make Vector Art With Mobile ToonMe Apps

illusion

এরপর আপলোডে ক্লিক করে আপনার ছবি আপলোড দিতে হবে। এখন নিচে দেখবেন Prompt লিখা আছে এই বক্সে, আপনি যেভাবে আপনার ছবি ইডিট করতে চান তা বর্ণনা করবেন তবে অবশ্যই ইংরেজিতে লিখতে হবে।

illusion

এরপর Generate ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আপনার ছবিটি Ai এডিট করে দিবে। এবং আপনি ছবিটি ডাউনলোড এ ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!