Photo Editor
Emoji দিয়ে নিজের ছবি তৈরী করুন | Photo From Emoji
Emoji দিয়ে নিজের ছবি তৈরী করুন। আমরা অনেকেই নিত্য নতুন ছবি এডিট করতে পছন্দ করি, যারা বিভিন্ন ধরনের ইমোজি দিয়ে নিজের ছবি তৈরি করতে চান তাদের জন্য আজকের আর্টিকেলটি।
Emoji দিয়ে কিভাবে নিজের ছবি বানাবো?
ইমোজি দিয়ে নিজের ছবি তৈরি করার জন্য একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। আর অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে Photo From Emoji.
Photo From Emoji এপ্লিকেশনটি ডাউনলোড করার পর ওপেন করে Upload Photo তে ক্লিক করে সকল পারমিশন দিয়ে দিবেন। এরপর আপনার যে ছবিকে ইমোজি দিয়ে তৈরী করে চান গ্যালারি থেকে ওই ছবিটি সিলেক্ট করবেন। তারপর ছবিটি Crop করে টিক করলে কিছু সময় অপেক্ষা করতে হবে। এরপর আপনার ছবিটি তৈরি হয়ে যাবে। নিছে কিছু ছবি ডেমো দেওয়া হয়েছে।