ফ্রি ইন্টারনেট চালানোর উপায় – Free Internet Apps
এখন থেকে রবি, এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণ এবং টেলিটক সিমে আনলিমিটেড ফ্রি ইন্টারনেট (Free Internet) ব্যবহার করতে পারবেন।
বর্তমান সময়ে সিম কোম্পানিগুলো এমবি (MB) দাম এত বাড়িয়ে দিয়েছে যার কারনে এমবি কিনতে পারি না। তাই আমরা সবাই চাই কিভাবে ফ্রিতে internet ব্যবহার করা যায়। সেজন্য আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে যেকোনো সিমে একদম ফ্রিতে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করবেন। ইউটিউব, ফেসবুক, WhatsApp, Instagram সকল অ্যাপ ফ্রিতে চালাতে পারবেন।
ফ্রি ইন্টারনেট(Free Internet) চালাতে কি টাকা লাগে?
না, ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে টাকা প্রয়োজন হয় না। ফ্রি মানে হচ্ছে আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তবে ফ্রি ইন্টারনেট চালানোর জন্য কিছু সেটিংস, অ্যাপস ইনস্টল করার প্রয়োজন পড়ে।
কিভাবে ফ্রিতে ইন্টারনেট চালাবো? (Free Internet)
ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করার বিভিন্ন ধরনের বিভিন্ন ট্রিক্স আছে। যে সকল টিপস গুলো মেনে ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করা যায়। মূলত ফ্রি ইন্টারনেট চালানোর জন্য অ্যাপসের প্রয়োজন পড়ে, এই অ্যাপস গুলোতে কিছু সেটিংস করতে হয়। গুলো করে তারপর ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করা যায়।
তেমনি একটি অ্যাপ হচ্ছে EAGLE UPD. অ্যাপ দিয়ে আপনি আনলিমিটেড ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এর জন্য প্রথমে install এ ক্লিক করে এপ্লিকেশনটি ডাউনলোড করে নিন।
তারপর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং Account এই ক্লিক করবেন। এরপর ইউজারনেম এবং পাসওয়ার্ড দিতে হবে। নিচে দুটি ইউজার নেম এবং দুইটি পাসওয়ার্ড দেওয়া হইছে।
Username: eagle00002
Password: eagle000213
Username: eaglefree
Password: eaglefree200
এগুলোর যোকোন ১টা দিয়ে Start ক্লিক করবেন। অবশ্যই অ্যাপ ডাউনলোড করার পর ওয়াইফাই কানেকশন ডিসকানেক্ট করবেন এবং সিম ডাটা চালু করবেন। সিমে এমবি রাখবেন না, এরপর একটু অপেক্ষা করতে হবে।
কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন এপ্লিকেশনটি কানেক্ট হয়ে গেছে। এরপর থেকে আপনি youtube, facebook, tiktok, instagram একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এই হলো ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করার অসাধারণ অ্যাপ্লিকেশন, আশা করি এখন থেকে সবাই ফ্রি ইন্টারনেট চালাতে পারবেন।